১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কমলগঞ্জে র‌্যাবের অভিযানে “খাদ্য বান্ধব কর্মসূচির” চালসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কমলগঞ্জ থানা এলাকায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে বুধবার রাতে র‌্যাবের এক অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার ও ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে কমলগঞ্জ থানাধীন ইসলামপুর এলাকা থেকে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ২১০ কেজি চাল, চালান কপি ২টি, সুলভ মূল্য কার্ড-৫টি ও ২টি বিক্রয় রেজিস্টার মাস্টার রোল উদ্ধারসহ অবৈধভাবে উক্ত খাদ্যদ্রব্য মজুদ করার অপরাধে দক্ষিণ কানাইদেশী নিবাসী মোঃ আবু আব্দুল্লাহ (৫৫) ও তার ছেলে মোঃ আজিজুর রহমান (২৮)সহ ২ জনকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

601 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন