২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় চাল চুরির অভিযোগে দুজন আটক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০

Save 12
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ মৌলভীবাজারের কুলাউড়া থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে আব্দুল হাকিম নোবেল ও সোহেল আহমদ নামে দুজনকে মঙ্গলবার আটক করেছে পুলিশ। এই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাদী হয়ে দোষীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজার থেকে সরকারি চাল জব্দ করে দুজনকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ও কুলাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, স্থানীয় ডিলার নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় নিযুক্ত ১০ টাকা মূল্যের চাল বিতরণ না করে তা কালোবাজারে বিক্রি করে দেন। ঘটনার পর থেকে ডিলার আব্দুর রকিব পলাতক রয়েছেন। তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

1497 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন