প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন ফ্রান্স প্রবাসী নির্মল কান্তি দে। সুদুর ফ্রান্স থেকে দেশের গৃহবন্ধী মানুষের অসহায়ত্বের কথা উপলদ্ধি করে কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া নিবাসী নির্মল কান্তি দে তার ব্যক্তিগত পক্ষ থেকে অসহায়দের পাশে দাড়ানোর জন্য কুলাউড়া তরুন সনাতনী সংঘের সহযোগিতায় সোমবার এলাকার ১ শত ১১ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করেন।
উত্তর কুলাউড়া কালিবাড়ী সংলগ্নস্থানে সংঘের নেতৃবৃন্দসহ স্থানীয় সমাজসেবকরা প্রতি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৩ কেজি আলু, ১ লিটার তৈল ও ১টি লাইফবয় সাবান তুলে দেয়া হয়। তরুন সনাতনী সংঘের (টিএসএস) সভাপতি অজয় দাস ও সম্পাদক সুজিত দে’র নেতৃত্বে খাদ্য সহায়তা বিতরনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী মিহির দেব রায়, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল ওয়াহিদ, সমাজসেবক চিত্তরঞ্জন দেব, বিমলেন্দু দে প্রমুখ।