প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে সোমবার বাংলাদেশ সেনাবাহিনী ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার
জুড়ী রোডে যৌথ বাহিনীর এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করে লকডাউন লংঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলসহ ৮ যানবাহন চালককে সড়ক ও পরিবহন আইনে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করে বড়লেখা ও জুড়ী থেকে কুলাউড়ায় আসার পথে জুড়ী রোডের আছুরিঘাটে অভিযান চালিয়ে ট্রাক চালক যশোরের শামীম হোসেনকে ৩ হাজার টাকা ও সেলিমকে ৫ শত টাকা, পিকআপ চালক জুড়ীর চান মিয়া ও মৌলভীবাজারের শেরপুরের দিলোরকে ৫ শত টাকা করে ১ হাজার টাকা, মটরসাইকেল চালক জুড়ীর সোহাবকে ১ হাজার টাকা, বাবুলকে ৫ শত টাকা ও দক্ষিনভাগের রিপন মিয়াকে ৫ শত টাকা, সিএনজি চালক বড়লেখার রানু বিশ^াসকে ১ হাজার টাকাসহ মোট সাড়ে ৭ হাজার টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।