৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কুলাউড়ায় ৩ সহস্রাধিক পরিবারে মাঝে রমজানের উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান সলমান

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুলাউড়া উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দু’দফায় ৩৫০০ কর্মহীন নিম্নআয়ের পরিবারের মাঝে রমজানের উপহার খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু, তেল) বিতরন করেন।
এছাড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের করোনায় আক্রান্ত মহিলার পরিবারকে তাঁর পক্ষ থেকে এক মাসের খাদ্য সামগ্রী (৫০ কেজি ওজনের এক বস্তা চাল, আলু, ডাল, লবন, পেয়াজ, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয়) খাদ্য সামগ্রী প্রদান করেন। এদিকে একই গ্রামে লকডাউন হওয়া ১৩টি পরিবারের মাঝেও রমজানের উপহার সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বাড়িতে পৌঁছে দেন। ইতিপুর্বে উপজেলার সবক’টি ইউনিয়নে আরো ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
খাদ্য সহায়তা প্রদানে উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমানের সাথে ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, উপজেলা চেয়ারম্যানের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আদনান সফি হিমেল ও ইমরান সফি রুমেল, সাদমান সফি নাবিল, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামছুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, এপি তালুকদার রনি, রুহেল সাদী প্রমুখ।

634 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন