৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় সিগারেট এজেন্সীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: করোনাভাইরাসের কারণে সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে কুলাউড়া উপজেলায় দ্রব্যাদি বিক্রির অপরাধে সাউথ সিলেট ডিস্ট্রিবিউটর নামের এক ব্যবসা প্রতিষ্টানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে সোমবার দুপুরে শহরে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারী আদেশ পালনে জনসচেতনতামুলক এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাউথ সিলেট ডিস্ট্রিবিউটর সরকারী আদেশ লংঘন করায় ভ্রাম্যমান আদালতে তাকে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে কুলাউড়া সেনিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদসহ থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।

3768 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন