১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ছাত্রলীগের ফ্রি সবজি বাজার

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী : কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল এর আয়োজনে বুধবার বিকেলে কুলাউড়া উপজেলা শহরে ‘ফ্রি সবজি বাজার’ কার্যক্রম পরিচালনা করা হয়। শহরের উছলাপাড়া চক্ষু হাসপাতালের সম্মুখে ব্যতিক্রমী ‘ফ্রি সবজি বাজার’ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়া সংলাপের সম্পাদক সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
‘ফ্রি সবজি বাজার’ এর আয়োজক কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল জানান করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে বাংলাদেশে। ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে মানুষকে। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এ চিন্তা থেকে সংগঠনের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। উদ্বোধনী দিনে ‘ফ্রি সবজি বাজার’ কার্যক্রমের আওতায় ৩ শত জনের মধ্যে প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে ১ কেজি বেগুন, ১ কেজি টমেটো, ১ কেজি আলু ২ কেজি বাঁধা কপি ও ২০০ গ্রাম কাঁচামরিচ বিতরন করা হয়।

1203 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন