১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সিলেট ওসমানী হাসপাতালে করোনা শনাক্তে পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ প্রাণঘাতি নভেল করোনাভাইরাস শনাক্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন মঙ্গলবার থেকে চালু করা হবে বলে জানা গেছে। ফলে বিশেষায়িত মেশিনের সাহায্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার সংগৃহিত করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গের নমুনা শনাক্ত করার পরীক্ষা ল্যাবে সম্পন্ন করা হবে। এতে করে স্বল্প সময়ের মধ্যে রোগীর রিপোর্টের পজেটিভ-নেগেটিভ ফলাফল জানা যাবে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ইতিমধ্যে মেশিন স্থাপনের কাজ ও টেস্টের কাজে নিয়োজিতদের ট্রেনিং সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার থেকে ল্যাবের কার্যক্রম শুরু করা হবে। বিশ^ স্থাস্থ্য সংস্থার গাড়ী দিয়ে সিলেট বিভাগের ৪ জেলার সিভিল সার্জন অফিস থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে। তবে পরীক্ষার রিপোর্ট পরদিন ঢাকা থেকে প্রেস বিফিং এ জানানো হবে। সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া যাবে না। করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গের নমুনা সম্পুর্ন বিনামুল্যে করা হবে বলে তিনি জানান।

650 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন