১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা গুনলেন ৫ ব্যবসায়ী

প্রকাশিত: এপ্রিল ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পরও দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন বাজারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এক অভিযান চালিয়ে ৫ টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, রাত্রিকালীন বাজার তদারকির পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

3591 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন