প্রকাশিত: মার্চ ২৬, ২০২০
ডেস্ক সংবাদ :: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পরও দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার রবিরবাজার ও চৌধুরী বাজারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এবং কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানের সহযোগিতায় ৫ টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, ইউএনওর অফিস সহকারী মাহবুব মুকুলসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
পরে করোনা ভাইরাস প্রতিরোধে বাজারের ফার্মেসি ও দোকানগুলোতে ক্রেতাদের ৩ ফুট দূরত্ব নিশ্চিতের লক্ষে গোল চিহ্ন একে দেন ইউএনও এবং থানার ওসি।
ইউএনও জানান, ক্রেতা যাতে দুরত্ব বজায় রেখে গোল বৃত্ত অবস্থান নিয়ে ঔষধ ও অন্যান্য মালামাল ক্রয় করতে পারে তাই এ চিহ্ন বা বৃত্ত আকাঁ হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক করোনা ভাইরাস ইস্যুতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের ঘোষণা দেয় সরকার। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুসারে শাস্তি দেওয়ার বিধান রয়েছে।