২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

প্রকাশিত: মার্চ ২৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্দোগে বৃহস্পতিবার পৃথক পৃথক ভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর তত্ত্বাবধানে ও কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল চৌকস ফায়ার ফাইটার আলফা টিম নিয়ে ফায়ার সার্ভিসের পানিবাহি গাড়ি দিয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক, বিভিন্ন সরকারি দপ্তর, পৌরসভা, কাঁচাবাজারসহ পুরোশহরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

অপরদিকে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এবং ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানা পুলিশের সহযোগিতায় পৃথক ভাবে পানিবাহি গাড়ি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে ।

এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, করোনাভাইরাস মোকাবেলায় মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে উপজেলার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে।

1089 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন