১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের করোনা প্রতিরোধের সামগ্রী বিতরণ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

অনি চৌধুরী : কুলাউড়া উপজেলায় মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে করোনাভাইরাস প্রতিরোধের সামগ্রী বিতরন করা হয়েছে।
কুলাউড়া শহরের উত্তরবাজার এলাকায় সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আরাফাত হোসেন ফরহাদের নেতৃত্বে শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এসআর অনি চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সম্পাদক তানজিম জীবন, জয়চন্ডী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন রনি, কুলাউড়া সদর ইউনিয়নের সভাপতি মারুফ রানা প্রমুখ।
কুলাউড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আরাফাত হোসেন ফরহাদ জানান, মাস্ক ও সাবান ব্যবহারে আগ্রহী করে তুলতে ও জনসচেতনতার লক্ষে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।


ফেইসবুকে শেয়ার করুন
762 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন