৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে ৭৬ জনে উন্নীত

প্রকাশিত: মার্চ ২২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : কুলাউড়া উপজেলায় বিদেশ ফেরত প্রবাসী সন্ধান কার্যক্রমের আওতায় স্বাস্থ্য বিভাগ ৭ ম দিবসে রোববার উপজেলার বিভিন্নস্থানে বিদেশ ফেরত আরো ৭ জনের সন্ধান পেয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে উপজেলা স্বাস্থ্য বিভাগ খোঁজ পেয়ে উক্ত ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। রোববার সন্ধানপ্রাপ্তদের মধ্যে দুবাই ফেরত ১ জন, ওমান ফেরত ৩, লন্ডন ফেরত ৩ জনসহ মোট ৭ জনকে মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নজরদারীতে রাখা হয়েছে। এসব বিদেশ ফেরত প্রবাসীদের সরকারের নির্দেশনানুযায়ী ১৪ দিন নিজ ঘরে থাকার, অন্যথায় আইন লংঘনের অপরাধে জেল-জরিমানার শাস্তি প্রদান করা হবে জানিয়ে পরামর্শ দেয়া হয়েছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ৭৬ জনে উন্নীত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার সন্ধানপ্রাপ্ত বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের মধ্যে রয়েছেন দুবাই ফেরত পৃথিমপাশার করুনা দেব, ওমান ফেরত পৃথিমপাশার বড়গাও নিবাসী মসুদ আলী, কুলাউড়ার গুতগুতি নিবাসী তৌফিক মিয়া ও রুবেল মিয়া এবং লন্ডন ফেরত কাদিপুরের সৈয়দ মমতাজ, কুলাউড়া দক্ষিনবাজারের হাজী চেরাগ আলী ও মেহের নিগার।

678 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন