প্রকাশিত: মার্চ ২১, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে করোনা আতঙ্কের সুযোগে কুলাউড়া উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং এ নেমেছে কুলাউড়া থানা পুলিশ প্রশাসন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমদের নির্দেশে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার পুলিশ ফোর্স শনিবার উপজেলার ব্রাম্মণবাজার ও রবিরবাজার এলাকায় সারাদিন খুচরা ও পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে বাজার মনিটরিং করা হয়।
বাজার মনিটরিংকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর হ্যান্ড মাইক এর মাধ্যমে চাল-পেঁয়াজের বাজারসহ সকল ব্যবসায়ীকে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরামর্শ দেন। অন্যথায় বাজার স্থিতিশীল রাখার স্বার্থে তিনি ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, বাজার মনিটরিংকালে বেশী দামে পন্য বিক্রি করলে বা অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।