১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট: মার্চ ২১, ২০২০

Pic Dipok
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে দীপক দাস (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার কালিটি চা বাগানের পাশের পুকুরে শনিবার বিকেল ৪টার দিকে দীপক দাস গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসতে দেখে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। দীপক কালিটি চা বাগানের নতুন লাইন এলাকার কাশী দাসের ছেলে ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

580 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন