প্রকাশিত: মার্চ ১৯, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় ‘হোম কোয়ারেন্টাইন আইন’ লংঘন করায় ওমান প্রবাসী দু’জনকে জরিমানা করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্র্তীসহ পুলিশের অংশ গ্রহনে ব্রাহ্মনবাজার ও ভাটেরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রবাসীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায় ওমান ফেরত ব্রাহ্মনবাজার ইউনিয়নের চকেরগ্রাম নিবাসী সৈয়দ জিয়াউর রহমান ‘হোম কোয়ারেন্টাইন আইন’ লংঘন করে বৃহস্পতিবার নিজ বাড়ীতে বিয়ের ‘আকদ’ অনুষ্টানের আয়োজন করায় তাকে ১০ হাজার টাকা ও একই অপরাধে ওমান ফেরত ছকাপন নিবাসী রিয়াজ উদ্দিন বর সেজে নিজে ভাটেরা ছত্তার কমিউনিটি সেন্টারে উপস্থিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।