১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে ৩৭ জনে উন্নীত

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : কুলাউড়া উপজেলায় বিদেশ ফেরত প্রবাসী সন্ধান কার্যক্রমের আওতায় স্বাস্থ্য বিভাগ ৩য় দিবসে বুধবার উপজেলার বিভিন্নস্থানে বিদেশ ফেরত আরো ১৩ জনের সন্ধান পেয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে উপজেলা স্বাস্থ্য বিভাগ খোঁজ পেয়ে উক্ত ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। বুধবার দুবাই ফেরত ১ জন, ওমান ফেরত ৩, সৌদি ফেরত ২ জন, কাতার ফেরত ১ জন, ফ্রান্স ফেরত ১ জন, কুয়েত ফেরত ৩ জন, মালয়েশিয়া ফেরত ২ জনসহ মোট ১৩ জনকে মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নজরদারীতে রাখা হয়েছে। এসব বিদেশ ফেরত প্রবাসীদের সরকারের নির্দেশনানুযায়ী ১৪ দিন নিজ ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ৩৭ জনে উন্নীত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের মধ্যে রয়েছেন দুবাই ফেরত হাজিপুর রজনপুরের আলমাছ আলী, মালয়েশিয়া ফেরত হাজিপুর রজনপুরের নাসির উদ্দিন ও দিলদারপুরের নজরুল ইসলাম, কুয়েত ফেরত হাজিপুর রজনপুরের ফরমান আলী, নাছনীর নুরুল ইসলাম ও পাবইর সাইফুল ইসলাম, কাতার ফেরত পাবইর মিছবাহ উদ্দিন, সৌদি ফেরত উত্তর হিঙ্গাজিয়ার শিল্পি বেগম ও নন্দিরগ্রামের ছাত্তার মিয়া, ওমান ফেরত হাজিপুর রজনপুরের দুলাল মিয়া, বালিয়ার জাকির হোসেন ও মনির মিয়া এবং ফ্রান্স ফেরত নাছনীর মইনুল ইসলাম।

793 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন