১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: মার্চ ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন
অনি চৌধুরী :: বাজার নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তারা বিশ্বাস (৫০) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের নূরপুর গেইট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারা বিশ্বাস উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার বাসিন্দা।
কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, সন্ধ্যায় শহর থেকে বাজার করে সিএনজিযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা বিশ্বাস। পথিমধ্যে নূরপুর গেইট নামক স্থানে পৌঁছালে সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে সিএনজিচালক দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশ ঘাতক মোটরসাইকেলটিকে সনাক্তের চেষ্টা করছে। পাশাপাশি লাশের সুরতহাল ও ময়না তদন্তের পর বিষয়টিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
537 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন