১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় স্বাধীনতা কাপ এন্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: মার্চ ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার মাধবপুর স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে মঙ্গলবার স্বাধীনতা কাপ এন্ড কাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুরে পুরিবন্দ খেলার মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় ১ নং ওয়ার্ড একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে ৪ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।
বরমচাল স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি’র সভাপতি খায়রুল আমিন এর সভাপতিত্বে এবং মাধবপুর স্বেচ্ছাসেবক সংস্থার সভাপতি আবুল কাশেম রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি গোলাপ খান, সমাজসেবক রতœজিৎ চক্রবর্তি, হেলাল খান, ইলিয়াছ মিয়া, বাদশা মিয়া, সমাজসেবক আব্দুস শুকুর, খসরুজ্জামান, সাংবাদিক শাকির আহমদ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, সংগঠক ফয়েজ উদ্দিন, নাজমুল হোসেন প্রমুখ। খেলা শেষে খেলোয়াড় ও উপস্থিত অতিথিদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেয় মাধবপুর স্বেচ্ছাসেবক সংস্থা।

509 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন