৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে ২৪ জনে উন্নীত

প্রকাশিত: মার্চ ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : কুলাউড়া উপজেলায় সাম্প্রতিককালে মঙ্গলবার পর্যন্ত বিদেশ ফেরত ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ খোঁজ পেয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার পর্যন্ত দুবাই ফেরত ৮ জন, ওমান ফেরত ২, ইতালী ফেরত ৩ জন, সৌদি ফেরত ২ জন, আমেরিকা ফেরত ১ জন, বাহরাইন ফেরত ১ জন, কাতার ফেরত ৩ জন, ফ্রান্স ফেরত ২ জন, বাহরাইন ফেরত ১ জন, মালয়েশিয়া ফেরত ১ জনসহ মোট ২৪ জনকে মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নজরদারীতে রাখা হয়েছে। এসব বিদেশ ফেরত প্রবাসীদের সরকারের নির্দেশনানুযায়ী ১৪ দিন নিজ ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের মধ্যে রয়েছেন দুবাই ফেরত ছকাপন কাড়েরার ইসলাম উদ্দিন (২৫), রিয়াদ (২), বড়দলের আব্দুছ ছালাম (২২), রঙ্গিলকুলের সেলিম আহমদ (৪০) ও সোহেল আহমদ সুবেল (৪০), আমেরিকা ফেরত হাসপাতাল রোডের শাহজাহান চৌধুরী (৫৮), মালয়েশিয়া ফেরত দিলদারপুরের নজরুল ইসলাম (৪৭), বাহরাইন ফেরত আলমপুরের আব্দুছ ছাত্তার (৩৮), কাতার ফেরত আলমপুরের নজরুল ইসলাম (৩৮), খাদিমপাড়ার ওয়াসিম (৩০), রাজাপুরের মইনুল ইসলাম (৩২), ইতালী ফেরত মিটুপুরের শাহানুর (২৫), পৃথিমপাশার তকলিছ মিয়া (৩৫), চকেরগ্রামের সোহেল আহমদ (৩১), সৌদি ফেরত ঘাগটিয়ার জয়নাল মিয়া ও রাশেদ মিয়া, থাইল্যান্ড ফেরত রাজাপুরের ফখরুল ইসলাম (৫৫) এবং ফ্রান্স ফেরত ভাটেরার দক্ষিনভাগের জাকারিয়া (৪২) ও দাউদপুরের রিফাত (৩৫)সহ মোট ২৪ জন। এছাড়া ইতিপুর্বে সোমবার পর্যন্ত দুবাই ফেরত ৩ জন এবং ওমান ফেরত ২ জনসহ ৫ জনকে ‘হোম কোয়ারেন্টানে’ নজরদারীতে রাখা হয়েছে।
‘হোম কোয়ারেন্টানে’ রাখা ২৪ জনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল বুধবার কুলাউড়া পৌছবে বলে জানা গেছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলার ব্রাহ্ম্রনবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

958 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন