প্রকাশিত: মার্চ ১৬, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার মুরাইছড়া বন বিট অফিস ও নলডরী বন বিট অফিসের যৌথ অভিযানে সোমবার ৫০ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মুরাইছড়া বিট বন কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার নেতৃত্বে রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মুল্যের প্রায় ৩৬ ফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। অভিযানে নলডরী বিট বন কর্মকর্তা মানিক রঞ্জন দে, বনকর্মী মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ জিয়াউল হক অংশ গ্রহন করেন।