প্রকাশিত: মার্চ ১৬, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর আকস্মিক মৃত্যুতে সোমবার কলেজ গভর্নিং বডির উদ্দোগে কলেজ মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিলে মরহুম অধ্যক্ষের স্মৃতিচারন করে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, সাবেক এমপি মোঃ আব্দুল মতিন। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, এম শাকিল রশীদ চৌধুরী, গৌরা দে, আব্দুল মালিক, প্রভাষক পেয়ারা বেগম, প্রভাষক মোঃ খালিক উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে মরহুম অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের গ্রন্থাগারিক মোঃ মুহিবুর রহমান শরীফ।
উল্লেখ্য অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ গত রোববার সকাল ৯ টায় কুলাউড়া শহরস্থ নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার আকস্মিক মৃত্যুতে ঐদিন নিজ কর্মস্থল কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজ, কুলাউড়া সরকারী কলেজসহ অন্যান্য কলেজ মরহুমের শোকে ছুটি ঘোষনা করা হয়। অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ ১৯৯৭ সালে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে যোগদান করে মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন।