২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। সভায় করোনা ভাইরাস সংক্রমন ঝুকি এড়াতে বিভিন্ন দিবসের কর্মসুচী সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৫ মার্চ গনহত্যা দিবসে সন্ধায় স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন, নিহতদের স্বরনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, রাত ৯টায় ১ মিনিটের জন্য ব্ল্যাক আউট কর্মসুচী পালন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করে স্বাধীনতা সৌধে পুস্প্স্তবক অর্পণ শেষে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। স্ব-স্ব প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের স্ব-স্ব ইউনিয়নে,খাবার,সম্মানী বিতরন। জাতির শান্তি কামনা করে মসজিদে-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রর্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল দে,উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রদিপ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ আব্দুল মতলিব, পিআইও মোঃ শিমুল আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, এডভোকেট এটিএম মান্নান, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, শিল্পকলা একাডেমীর সম্পাদক বিপুল চক্রবর্তী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল কাদির ও সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম প্রমুখ।

579 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন