প্রকাশিত: মার্চ ১২, ২০২০
ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নে রাতের বেলায় এক বিয়ের অনুষ্টানে অসাবধনতাবশতঃ কমিউনিটি সেন্টার ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে পুলক দে (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, টিলাগাঁও বাজারের তাহির আলী কমিউনিটি সেন্টারে বুধবার রাতে এক হিন্দু পরিবারের বিয়ের অনুষ্ঠান চলাকালে সেন্টারের ৩ তলা ভবনের ছাদে যায় পুলক। এ সময় অসাবধনতাবশতঃ রাত সাড়ে ৯ টার দিকে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। নিহত পুলক টিলাগাও ইউনিয়নের তাজপুর গ্রামের প্রণব দে’র পুত্র।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের এসআই পরিমল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান লাশের ময়না তদন্তের পর বৃহস্পতিবার বিকেলে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।