৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় নাহিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টে এ আর জুটি সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রকাশিত: মার্চ ১১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে নাহিয়ান ফ্রিজ এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সোমবার রাতে কুলাউড়া রেলওয়ে স্টেশন পার্কিং মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কুলাউডা রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, রেলওয়ে সাবেক স্টেশন মাষ্টার হরিপদ সরকার, টুর্নামেন্টের পৃষ্টপোষক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হোসেন আল নাহিয়ান। ফাইনাল খেলায় তিন সেটে জয়লাভ করে এ আর জুটি কুলাউড়া সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং জয়পাশা ফ্রেন্ডস ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

715 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন