প্রকাশিত: মার্চ ১০, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় ১৭ মার্চ মুজিব বর্ষ, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় করোনাভাইরাস সংক্রমন ঝুকি এড়াতে বিভিন্ন দিবসের কর্মসুচী সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৭ মার্চ মুজিববর্ষের কর্মসুচীর ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’ জনসমাগম এড়ানোর স্বার্থে স্থগিত করা হয়েছে। এছাড়া ঐদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় র্যালী, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে জাতীয় পতাকার পাশাপাশি মুজিববর্ষের লগো সম্বলিত পতাকা উত্তোলন, শহরের সৌন্দর্য্য বর্ধনে পরিস্কার পরিচ্ছন্নতাকরন, বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা।
২৫ মার্চ গনহত্যা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দিবসের স্মৃতিচারনমুলক আলোচনাসভা, সন্ধায় স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন, নিহতদের স্বরনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, রাত ৯টায় ১ মিনিটের জন্য ব্ল্যাক আউট কর্মসুচী পালন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করে স্বাধীনতা সৌধে পুস্প্স্তবক অর্পণ,স্ব-স্ব প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮ টায় নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,বিভিন্ন স্কুলের শিক্ষার্র্থীদের ডিসপ্লে,কুচকাওয়াজ,খেলাধূলা,শিশু একাডেমী আয়োজিত মুক্তিযোদ্ধা ভিত্তিক শিশুদের চিত্রাংকন,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন,সকাল ১১টায় শোভাযাত্রা ও স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, জাতির শান্তি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত,মন্দির,গীজা,প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ প্রার্থনা,হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার,বিকেলে ফুটবল মাঠে প্রীতি ফুটবল ও সন্ধায় স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু, মুিক্তযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ আব্দুল মতলিব, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল কাদির ও সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য ও সম্পাদক গৌরা দে, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম প্রমুখ।