প্রকাশিত: মার্চ ৮, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা তাঁতীদলের কমিটি গঠনের লক্ষে শুক্রবার উপজেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিয় সভা অনুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলা তাঁতীদলের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা তাতীদলের সদস্য সচিব জগলুল আহমদের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বি এনপির সভাপতি আব্দুল হক, তাতীদল যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সদস্য আব্দুল মুনিম ডেনীসহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
সভায় আব্দুল মুনিম ডেনীকে আহ্বায়ক ও আতিকুল ইসলাম ইমরুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক অসিস দেব, শাব্বির আহমেদ, সাহেল আকরাম রিপন, মানজুরুল ইসলাম, সদস্য সচিব এস এম খান সেলিম, সদস্য জাহান আহমেদ, নাজমুল ইসলাম, সিদ্দিক মিয়া, মোঃ সালমান।