প্রকাশিত: মার্চ ৬, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা শহরে সম্মিলিত তৌহিদী জনতার উদ্দোগে শুক্রবার বাদ জুমা ’মোদিকে থামাও ভারতীয় মুসলিমকে রক্ষা কর’ দাবীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের সম্মুখ থেকে জুমা নামাজ শেষে বিপুল সংখ্যক মুসল্লীদের অংশ গ্রহনে অনুষ্টিত শান্তিপুর্ন মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে মুসল্লী নেছার আহমদের পরিচালনায় অনুষ্টিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কুলাউড়া ইসলামী একামেীর অধ্যক্ষ মাওঃ বদরুদ্দিন, মাওঃ আব্দুল কুদ্দুছ প্রমুখ। সভায় বক্তারা দিল্লীতে মসজিদে হামলার ও মুসলীমদের গনহত্যার তীব্র নিন্দা জানিয়ে মুজিববর্ষে বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান। অন্যথায় তৌহিদী জনতা আগামীতে কঠোর কর্মসুচী পালনে বাধ্য হবে বলে সভায় উল্লেখ করা হয়। সভাশেষে ভারতসহ বিভিন্ন দেশে নির্যাতিত মুসলীমদের রক্ষায় আল্লাহর দরবারে সাহায্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মতিউর রহমান।