প্রকাশিত: মার্চ ৫, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সমাবেশ ও র্যালী অনুষ্টিত হয়।
কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও সঙ্গীত শিক্ষক রিয়াজ উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। প্রজম্ম হোক সমতার-সকল নারীর অধিকার বিষয়ক সভায় বক্তব্য রাখেন কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান, কুলাউড়া এনসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, গনমাধ্যম কর্মী মাহফুজ শাকিল প্রমুখ।
সমাবেশে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল বাসার, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, এমপির প্রেস সহকারী শাহবান রশীদ চৌধুরী অনি, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ষ্টোর কিপার মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী,এনজিও প্রতিনিধি ও মহিলা সমিতির সদস্যরা অংশ গ্রহন করেন। সভার পুর্বে এক বণ্যাঢ্য র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে।