২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় ফুটবল টুনার্মেন্টে এসকে শশারকান্দি চ্যাম্পিয়ন

প্রকাশিত: মার্চ ৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার ভাটেরায় ‘কামাল-রাসেল প্রাইজমানি এন্ড প্রাইজমানি নক আউট ফুটবল টুনার্মেন্টে’র সমাপনী খেলা বুধবার বিকেলে হোসেনপুর জামতলা মাঠে অনুষ্টিত হয়। টুনার্মেন্টের চুড়ান্ত খেলায় কুলাউড়া উপজেলার এসকে শশারকান্দি দল ১-০ গোলে রাজনগর উপজেলার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক সচিব ভাটেরা নিবাসী মিকাইল সিপার এর সভাপতিত্বে ও আশিকুল ইসলাম মিন্টুর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ২০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্স দলকে ৮০ হাজার টাকার প্রাইজমানি পুরস্কার প্রদান করেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, জুড়ী ইউএনও অসীম চন্দ্র বণিক, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবতী, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম প্রমুখ।

1232 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন