প্রকাশিত: মার্চ ২, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ভোটার দিবসের গুরুত্বারোপ করে বলেন দেশের উন্নয়ন ও জীবনযাত্রাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নিজেকে ভোটার হয়ে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে। পাশাপশি ভোটারদের দেশ গড়ায় অংশ নিয়ে অবদান রাখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া এনসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক আহমদ, গনমাধ্যম কর্মী আজিজুল ইসলাম। সভার পুর্বে এক বণ্যাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।