প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় শনিবার সকাল ৯ টার দিকে এক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। উপজেলার মিরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নিহত সাইফুর রহমান আবুল খায়ের গ্রুপ এর সেলসম্যান বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, সাইফুর রহমান সকালে মোটরসাইকেলযোগে কুলাউড়া থেকে মৌলভীবাজারের আবুল খায়ের গ্রুপের অফিসের উদ্দেশে যাওয়ার পথে পথিমধ্যে ৯টার দিকে মিশন নামক এলাকায় অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর লাশ তার আতœীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, অজ্ঞাত গাড়ী ও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।