প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০
অনি চৌধুরী ঃ কুলাউড়া থানা পুলিশ শনিবার রাতে ব্রাহ্মনবাজার এলাকায় এক অভিযান চালিয়ে সেলিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।
থানাসুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই দিদার উল্লাহ ও এসআই সনক কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মনবাজারের লুয়াইউনি চা-বাগানে এক অভিযান চালিয়ে উপজেলার টিটিডিসি আবাসিক এলাকার মস্তফা মিয়ার ছেলে সেলিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাকে তল্লাশী করে তার কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে রোববার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।