৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় লক্ষাধিক ভারতীয় বিড়িসহ আটক ১

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ডুলিপাড়া বাজারের ফজলু মিয়ার মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মানিক মিয়া (৭০)। তিনি উপজেলার মৈশাজুরী গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আব্দুল খালেক জানান, গোপন সংবাদে শনিবার বিকালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ মানিক মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

637 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন