প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা শহরের উত্তরবাজারের ব্যস্ততম মিলি প্লাজা মার্কেটে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। মার্কেটের তৃতীয় তলায় একটি স্বর্ণের দোকানের কারখানা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এর নেতৃত্বে কুলাউড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান ভোরে মিটু দেব মধু নামে একটি স্বর্ণের দোকানের কারখানায় অগ্নিকান্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্ট সার্কিটে এ অগ্নিকান্ড ঘটে ও প্রায় ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।