২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় জাতীয় কবিতা পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়ার বিশিষ্ট সংগঠক তোফায়েল আহমদ ডালিমের বাসভবনে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ার কবিদের উপস্থিতিতে জাতীয় কবিতা পরিষদের কুলাউড়া উপজেলা শাখা গঠনের লক্ষে এক সভা অনুষ্টিত হয়। সভায় কবি ভানু পুরকায়স্তকে সভাপতি এবং কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়কে সাধারণ সম্পাদক এবং নবীণ সাহিত্যকর্মী শাকির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের এক আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন জেষ্ঠ সহ-সভাপতি কবি হালিম শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি সঞ্জয় দেবনাথ।
কবি ভানু পুরকায়স্তের সভাপতিত্বে এবং কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়নকাঠি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জুড়ি টিএন খানম সরকারী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি হালিম শাওন, কবি সঞ্জয় দেবনাথ, বিশিষ্ট সংগঠক তোফায়েল আহমদ ডালিম, কবি ফুয়াদ মাসুদ, কবি জিয়াউর রহমান ফরিদ, নবীণ সাহিত্যকর্মী শাকির আহমদ ও বিন্দু লিটল ম্যাগাজিন ‘বিন্দু’র সম্পাদক সিরাজুল আলম জুবেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি বিপুল চন্দ্র দাস, নবীন সাহিত্য কর্মী মো. কামরুল ইসলাম, শাকিল উদ্দিন, ইশখোর হোসেন চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।

589 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন