প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশের অভিযানে হিরোইনসহ জসিম ও শাহীন নামে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আবু আহম্মেদ সুজন ও নাজমুল ইসলাম ব্রাহ্মনবাজার ইউনিয়নের হলিছড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর উপজেলার জসিম ও শাহীন নামে দু’মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে ৯৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত দু’জন মৌলভীবাজার থেকে কুলাউড়ায় হিরোইন বিক্রি করার জন্য এসেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে।
কুলাউড়া থানার ওসি ইয়াদৌস হাসান জানান, এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।