প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে ফেনসিডিল ও বিদেশী মদসহ আব্দুল মালিক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ৯ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মালিক একই ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের মধু মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষণ রায় জানান, এ ঘটনায় আটককৃত আব্দুল মালিকের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।