প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২০
ডেক্স রিপোর্টঃ দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদারের মাতা আলিফজান চৌধুরী রোববার বেলা ২ টায় সিলেট নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না— রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত ভুগছিলেন। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বেলা ২ টায় মরহুমার নিজ বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কুলাউড়া প্রেসক্লাবের শোক : সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদারের মাতা আলিফ জান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুলাউড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।