প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা শহরে এভারগ্রীন সায়েন্টিফিক এন্ড পেপার হাউসের উদ্বোধন করা হয়েছে। শহরস্থ মনিহার ম্যানসনের ২য় তলায় বৃহস্পতিবার এভারগ্রীন সায়েন্টিফিক এন্ড পেপার হাউসের উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের স্বত্বাধিকারী কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আতাউর রহমান। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী,সুলতান মোহাম্মদ মসুদ আহমদ,বিচিত্র দে,লোকমান আহমদ,মোঃ লুৎফুর রহমান,সাইফুর রহমান শাহিন,নিক্সন চৌধুরী,বিশিষ্ট ঠিকাদার মনসুর আহমদ চৌধুরী ও রেদওয়ান খান,
মনিহার ম্যানসনের স্বত্বাধিকারী গৌরা দে,ইকো ডায়াগনষ্টিক এর পরিচালক অজয় দাস,প্রবাসী বিধান দেব,প্রভাষক সিপাউর রহমান,প্রভাষক খালিক উদ্দিন,প্রভাষক এবাদুর রহমান,প্রভাষক মিরাজ,প্রভাষক কামরুজ্জামান,প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,যুবলীগ সভাপতি আব্দুস সহিদ,কৃষকলীগ যুগ্ম-সম্পাদক রবি মল্লিক,ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।