প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্দোগে এবং বন বিভাগ ও পুলিশ প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে বন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে বন আইনে রবিরবাজারস্থ আমির হোসেনের স’মিল থেকে ৩৫ ফুট অবৈধ কাঠ জব্দসহ ৫ হাজার টাকা ও আবু তাহিরের স’মিলকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।