প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার বার্ষিক মিলাদ মাহফিল,আলোচনা সভা ও হামদ,নাত,ক্বেরাত প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে ও মৌলভী শিক্ষক মো. মুকিত খানের পরিচালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন হিঙ্গাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মানিক, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সহকারি প্রধান শিক্ষক মোবারক হোসেন, সহকারি শিক্ষক মো. আব্দুল মছব্বির, মুনীর আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক, সেলিম আহমদ, মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সামসুদ্দোহা শোভন, সোহেল আহমদ, মো.সামছুল ইসলাম মো. জাফর সাদেক, মোঃ আলতাফ হোসেন, ট্রেড শিক্ষক জসীমুর রহমান,সাবেক অভিভাবক সদস্য ফাহমিদা চৌধুরী প্রমুখ। অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ অভিবাবকরা উপস্থিত ছিলেন।