৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯-এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের মেজর মোঃ ইশ্তিয়াক বিন ইউসুফ ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধায় এক অভিযান চালিয়ে এমরান (২৭) নামে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় কুলাউড়া থানা এলাকার ব্রাহ্মণবাজাস্থ মুসলিম এইড কমিউনিটি হাসাপাতালের সম্মুখে অভিযান চালিয়ে কুলাউড়া থানার পশ্চিম সিংগুর নিবাসী আবুল কাশেম এর পুত্র এমরানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমরান বিগত ২০১৬ সালের কুলাউড়া থানার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) মামলার পলাতক ছিল। পরে রাতে আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

799 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন