১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকার্ন্ডে ৫জন নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

মৌলভীবাজার  শহরের ভয়াবহ অগ্নিকান্ডে ৫জন নিহত এবং ২ আহত হয়েছে।

মঙ্গলবার (২৮জানুয়ারী) সকাল ৯ টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড়ের পিংকি সুষ্টোরে এ ঘটনাটি ঘটে। দোকানের সাথে সংযুক্ত উপরে বাসার গ্যাস লাইনের গ্যাস লিংক করে অগ্নিকান্ড সুত্রপাত হয়। মুতুর্তে আগুনের বাসাসহ চর্তুদিকে ছডিয়ে পড়ে। আগুনে একই পরিবারের ৫জন নিহত হয়।

নিহতরা হলো সুভাষ রায় (৬৫)
দ্বিপ্তি রায় (৪৫), দিপা রায় (৩৫), বৈশাখী রায় (২) প্রিয়া রায়(১৯)।

এলাকাবাসী রাফাত জানান সকালে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড়ের পিংকি সুষ্টোরে আগুনের ধুয়া দেখে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্ষলে এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তনে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান লাশগুলি উদ্দার করে মৌলভীবাজার ২৫০শর্য্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান আগুন নিয়ন্ত্রনে এসেছে। বতমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।


ফেইসবুকে শেয়ার করুন
875 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন