প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার প্রবীন বিএনপি নেতা ও সমাজসেবক শামছুল ইসলাম ওরফে ইয়াকুব মিয়া বৃহস্পতিবার সকালে জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুরস্থ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পরে ঐদিন বেলা ২-৩০মিনিটে আবুতালিপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় সর্বস্তরের বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন। বিএনপি নেতা শামছুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিল রোগে শয্যাশায়ী ছিলেন।