প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০
কুলাউড়া প্রতিনিধি . কুলাউড়ার প্রবীণ মুরব্বী শামসুল ইসলাম (কালেক্টর) দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সময়টি কঠিন মুহুর্তে অতিক্রম করছেন। আর এই সময় পিতার পাশে থেকে সুস্থতা চেয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম ও নাতি অনলাইন গণমাধ্যম কুলাউড়া সংবাদ ডটকমের সহ সম্পাদক ইমদাদুল ইসলাম।
অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম জানান, অমার বাবা বার্ধক্যজনিত নানা জটিল রোগের কারনে এখন অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছেন। তিনি খুবই কষ্টে দিন পার করছেন সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাঁকে হেফাজত করে এই কষ্ট থেকে মুক্ত করেন। এদিকে প্রবীণ মুরব্বী শামসুল ইসলাম (৯০) গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মধ্যে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন স্তরের সামাজিক নেতৃবৃন্দ জয়চন্ডি ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাড়িতে গিয়ে দেখে খোজ খবর নিচ্ছেন পাশাপাশি সুস্থতা চেয়ে দোয়া কামনা করছেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থ প্রবীণ মুরব্বি শামসুল ইসলাম জীবন চলার পথে চাকুরীসহ নানা সামাজিক ও রাজনীতিগত বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন।