প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার কুলাউড়া উপজেলার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নিষিদ্ধ খাদ্য পণ্য বিক্রয় করা,মূল্য তালিকা না রাখা,ঔষধের ফ্রিজে ঔষধের পাশাপাশি খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে ষ্টেশন রোডের সিকন্দর ষ্টোরকে ৫ হাজার টাকা ও মিয়াধন মার্কেটের সেন্ট্রাল ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানে কুলাউড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টার জসিম উদ্দিন আহমেদ,কুলাউড়া থানার এসআই বাশারসহ পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।