প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার প্রবীন সমাজসেবক ও ভাটেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ চৌধুরী সোমবার সকালে মাইজগাওস্থ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশঃ
সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে কুলাউড়া আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এক শোক বিবৃতিতে উল্লেখ করেন এলাকাবাসী তার মত একজন সৎ,নিষ্টাবান ও নিবেদিতপ্রান সমাজসেবককে হারিয়েছে। এছাড়া সাবেক সচিব এএইচ মোফাজ্জল করিম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জাুিনয়ে পৃথক শোক বিবৃতি প্রদান করেছেন।