১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় ঘুড়ি উৎসব ২৫ জানুয়ারী

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া প্লাটুন টুয়েলভ এর উদ্দোগে দ্বিতীয়বারের মতো ব্রাক্ষনবাজার মিশন সংলগ্ন হলিছড়া চা বাগানের পাল টিলায় “রঙ্গিন ঘুড়ির আহবানে জেগে উঠুক সম্প্রীতি,বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি” এ আহ্বানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ঘুড়ি উৎসব।
আয়োজকেরা জানান বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের পুরোনো বিলুপ্ত প্রায় এ ঐতিহ্য বর্তমান প্রজন্মের তরুনদের ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়া এবং বাঙ্গালী সংস্কৃতি লালন ও ধারণ করার প্রয়াসেই এ আয়োজন করা হয়েছে। সকলের জন্য উন্মুক্ত উৎসবের আয়োজন জুড়ে রয়েছে পিঠা-পুলির প্রদর্শনী, ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী। সর্বস্তরের মানুষকে এ উৎসবে অংশ নেয়ার জন্য আমন্ত্রন জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

1208 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন