প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া প্লাটুন টুয়েলভ এর উদ্দোগে দ্বিতীয়বারের মতো ব্রাক্ষনবাজার মিশন সংলগ্ন হলিছড়া চা বাগানের পাল টিলায় “রঙ্গিন ঘুড়ির আহবানে জেগে উঠুক সম্প্রীতি,বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি” এ আহ্বানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ঘুড়ি উৎসব।
আয়োজকেরা জানান বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের পুরোনো বিলুপ্ত প্রায় এ ঐতিহ্য বর্তমান প্রজন্মের তরুনদের ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়া এবং বাঙ্গালী সংস্কৃতি লালন ও ধারণ করার প্রয়াসেই এ আয়োজন করা হয়েছে। সকলের জন্য উন্মুক্ত উৎসবের আয়োজন জুড়ে রয়েছে পিঠা-পুলির প্রদর্শনী, ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী। সর্বস্তরের মানুষকে এ উৎসবে অংশ নেয়ার জন্য আমন্ত্রন জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।