১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া থানা পুলিশ বুধবার বিকেলে কুলাউড়া উপজেলার বাদে-মনসুর এলাকার এক জলাশয় থেকে লিলু (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে।
জানা যায়,কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া নিবাসী মৃত রজাক মিয়ার প্রতিবন্ধী ছেলে আব্দুল মুক্তাদির লিলু তার ভাই গিয়াসনগর মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিমের কুলাউড়া শহরস্থ বাসা থেকে মঙ্গলবার বিকেলে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে খোজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে বুধবার দুপুরে শিক্ষক রহিম কুলাউড়া থানায় একটি জিডি করেন। জিডির পর পর বাদে-মনসুর এলাকার এক জলাশয়ে লাশের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী পুলিশসহ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। ওসি (তদন্ত) জানান লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান নিহত যুবক মানষিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন বলে পারিবারিকসুত্রে জানা গেছে।

841 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন